English

ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ

অধ্যক্ষের বাণী

ডা: মোঃ রফিকুল ইসলাম - অধ্যক্ষ

“পড়াশোনায় লেগে থাকো : একটা কথা মনে রাখবে যেকোনো বিষয়ে সফল হতে হলে তার পেছনে লেগে থাকতে হবে। পড়াশোনার বিভিন্ন সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করো এবং অন্যরা কীভাবে তার সমাধান করেছে তা থেকে ধারণা নাও। সহপাঠীদের কাছে সমাধান না পেলে শিক্ষকের কাছে পরামর্শ নাও। প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নাও। কারও না কারও কাছে সমাধান পাবেই। পড়াশোনাকে মন থেকে ভালোবাসো, লেগে থাকো- সফলতা আসবেই। ।